ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ বিলডোরা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় ‘আতুয়াজঙ্গল জামবিলে স্থানটির কথা।পাশেই ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপিত হয়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগনার অর্ন্তভূক্ত । পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৬৬১-১৬৬২খ্রিষ্টাব্দেএ অঞ্চলে কোচদের একটি ছোট রাজ্য গড়ে উঠে যার রাজধানী স্থাপিত হয় গোদারিয়া,কংশ নদীর দ্বারা তিনদিকে বেষ্টিত কোন এক স্থানে। অন্যদিকে ময়মনসিংহ গীতিকায় যে গ্রামের সন্ধান মিলে তার সময়কাল অনুমান ৩০০-৪০০ বছর পূর্বের। ।সার্বিক বিবেচনায় সময়টি মধ্যবর্তী কোন এক সময়। তখন গোদারিয় নদীর ঘাট হয়ে নৌ পথে হালুয়াঘাট এর সকলব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS