আয়তন ও গঠন ঃ
বিলডোরা ইউনিয়নের মোট আয়তন ২৮.৩৫ বর্গ কি:মি:। এটি ০৯ টি ওয়াডর্, ১২ টি মৌজা, ১৬ টি গ্রাম নিয়ে গঠিত।
জনসংখ্যা ঃ
ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,১৬৯ জন (২০০১ ইং সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১০২৭৪ জন, মহিলা ৯৮৯৫ জন, খানা ৪৩০২ টি, মুসলিম ৯১.১৯%, হিন্দু ০৮.৬৮%, খ্রিষ্টান ০.১৩% বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪৮। গ্রাম ওয়ারী জনসংখ্যা।
প্রাকৃতিক সম্পদ ঃ
নদী =কংশ, গোদারিয়া, দিয়ার রামখালী, গণকখালি। খাল = ভাটা খাল, হাওড়া খাল, বাইছতল, নাইলের খাল, বড়ই খালি, দত্তের বাড়ি, ভাটি ছিরা, হর দরার খাল, কানা দলের খাল, দুন্ডরিয়া খাল, কাটা খাল, ঘাবড়া খাল, পাঁচগাং সহ মোট ১৩ টি।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান ঃ
শিক্ষার হার ৩০.৫৩% ( পুরুষ ৩৩.৫৭%, মহিলা ২৭.৪৩%)। কিন্ডার গার্টেন ০১ টি, প্রাথমিক বিদ্যালয় ১০ টি, (সরকারী ০৪ টি, বেসরকারী রেজি: ০৬ টি) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, দাখিল মাদরাসা ০১ টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা ০২ টি, কওমি মাদরাসা ০৩ টি,। অন্যান্য ১৪ টি।
পেশা ঃ
কৃষি ৫৩.৪৬%, কৃষি শ্রমিক ২৮.১০%, দিনমজুর ০৩.৭৬%, ব্যবসা ৪.৭৪%, চাকুরী ১.৮১%,অন্যান্য ৮.১১%, শিক্ষক ৭৪ জন, আইনজীবি ০৬ জন, পশু চিকিৎসক ০৭ জন, পল্লী চিকিৎসক ৩৪ জন, কবিরাজ ১৯ জন, দলিল লেখক ০৫ জন, ইলেক্ট্রীশিয়ান ০১ জন, বাঁশ ও বেতের শিল্পী ৪৬ জন, কামার ০৩ জন, তাঁতী ০৪ জন, স্বর্ণকার ০৯ জন, সুতার ৩১ জন, তৈলজীবি ০৭ জন, জেলে ৪৮ জন, গোয়ালা ১০ জন, নাপিত ৪৮ জন, ধাত্রী ৪৯ জন, কসাই ০১ জন, ধোপা ০১ জন, অন্যান্য .... জন।
শিল্প প্রতিষ্ঠান ঃ
রাইচ মিল ৩৫ টি, স-মিল ০১ টি।
কৃষি ঃ
মোট কৃষি জমির পরিমান ৪৬৪৪.০৬ হেক্টর। এক ফসলী জমি ১৬৬ হেক্টর, দুই ফসলী জমি ১৮২৬.৫৩ হেক্টর, তিন ফসলী জমি ২৭৫ হেক্টর, নীট ফসলী জমি ২২৬৭.৫৩ হেক্টর, ফসলের নিবিড়তা ২০৪.৮১%। বর্গা চাষি ১১৫০ জন, প্রান্তিক চাষি ১৪২০ জন, ক্ষুদ্র চাষি ১১৬২ জন, মাঝারী চাষি ৭৩১ জন, বড় চাষি ২৩১ জন, কৃষি ব্লক ০৩ টি, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র ০৩ টি, বিসিআই সি সার ডিলার ০১ জন।
সেচ সুবিধা ঃ
সেচাধীন জমি ২২০০ হেক্টর। গভীর নলকূপ মোট ০৮ টি, পাওয়ার ট্রিলার মোট ৬০ টি, অগভীর নলকূপ ৫৬৪ টি। পাওয়ার পাম্প ২২ টি ডিজেল চালিত।
খাদ্য শস্য পরিস্থিতি ঃ
ইউনিয়নের খাদ্য শস্যের বাৎসরীক চাহিদা ৩৩৩১ মেট্রিক টন উৎপাদন ৯২৮৮ মেট্রিক টন । উদ্বৃত ৫৯৭৫ মেট্রিক টন। প্রধানত ঃ ধান, পাট, আলু, মরিচ, কলাই ফসল উৎপন্ন হয়।
মৎস সম্পদ ঃ
মোট পুকুর ৮৭৭ টি, আয়তন ৮৩.৬৮ হেক্টর। সরকারী পুকুর ০৮ টি, আয়তন ২.৬৩ হেক্টর, বেসরকারী পুকুর ৮৬৯ টি, আয়তন ৮১.০৫ হেক্টর, প্রাতিষ্ঠানিক পুকুর ০১ টি, আয়তন ১.১৫ হেক্টর। বির ও প্রধান প্লাবন ভূমি ২৫ টি, নদী ০৫ টি। বেসরকারী মৎস খামার ০৫ টি, বেসরকারী মৎস নার্সারী ০৫ টি।
পশু সম্পদ ঃ
কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পয়েন্ট ০১ টি, হাঁসের খামার ২০ টি, বাৎসরিক উৎপাদন ডিম ৩৬০০০০, মাংস ১.০০০ মেট্রিক টন।
বনায়ন / বৃক্ষরোপন কর্মসূচী ঃ
বনবিভাগ কর্তৃক ০০ কি:মি: ও সংখ্যা ০০ টি, এন.জি.ও কর্তৃক ০০ কি: মি: ও সংখ্যা ০০ কি:মি, বিভিন্ন বিদ্যালয় কর্তৃক ০০ কি:মি ও সংখ্যা ৫০ টি, অন্যান্য ব্যাক্তি/ সংস্থা কর্তৃক ৪০০০ টি।
স্বাস্থ্য কেন্দ্র ঃ
পরিবার কল্যাণ কেন্দ্র ০১ টি, কমিউনিটি কিনিক ০০ টি,
যোগাযোগ ব্যাবস্থা ঃ
পাঁকা রাস্তা ১২ কি:মি:, সেমি পাঁকা ০২ কি:মি:, কাঁচা রাস্তা ১১০ কি:মি:, অন্যান্য ২০ কি:মি:। নৌ যোগাযোগ নেই/আছে (থাকলে ১৪ কি:মি:)। খাল নেই/ ১৩ টি রয়েছে বৃষ্টির পানি নিষ্কাশিত হয়ে থাকে। খেয়া ঘাট/ ফেরী ঘাট ০৩ টি। ব্রীজ ২১ টি, কালভার্ট ৭৬ টি, কাঠের পুল ০০ টি, বাঁশের সাঁকো ১০ টি।
পরিবহন সুবিধা ঃ
বাসের সংখ্যা ০৩ টি, ট্রাক ০১ টি, ম্যাক্সি ০২ টি, রিক্সা ৮৮ টি, ভ্যান ৫২ টি, ট্রলি ২৯ টি, টেম্পু ৫০ টি, অন্যান্য .......... টি।
পোষ্টাল সুবিধা ঃ
ডাকঘর ০১ টি, পোষ্টাল কোড- ২২৫০।
ধর্মীয় প্রতিষ্ঠান ঃ
মসজিদ ৪৫ টি, মন্দির ১৬ টি, ঈদগাহ্ মাঠ ২৮ টি, মাজার ০৬ টি।
সামাজিক প্রতিষ্ঠান ঃ
সমবায় সমিতি ৩০ টি, কৃষক সমবায় সমিতি ৩০ টি, এতিম খানা ০৬ টি, কবর স্থান ৩০ টি, শ্মশান ১০ টি, অন্যান্য .......... টি।
সরকারী/ অন্যান্য সেবা মূলক প্রতিষ্ঠান ঃ
ইউনিয়ন ভূমি অফিস ০১ টি, বিবাহ ও তালাক রেজিষ্ট্রি অফিস ০১ টি, হাট বাজার ০৪ টি, খোঁয়াড় ০৯ টি।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঃ
খেলার মাঠ ০১ টি, স্থানীয় কাব ০৫ টি।
নির্বাচন সংক্রান্ত ঃ
মোট ভোটার সংখ্যা ১৪২৯৯ জন। (পুরুষ ভোটার ৭২০৫, মহিলা ভোটার ৭০৯৪ জন) ভোট কেন্দ্র (জাতীয় সংসদ নির্বাচন ০৫ টি, স্থানীয় নির্বাচন ০৯ টি)
এন.জি.ও কার্যক্রম ঃ
ব্র্যাক, আশা, গ্রামীণ।
সরকারী সাহায্য/ সুবিধাভোগী ঃ
বিধবা ভাতা ভোগী ১৬০ জন, বয়স্ক ভাতা ভোগী ৪৩০ জন, ভিজিডি কার্ড ভোগী ১৮৮ জন, ভিজিডি
(অতি দরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচী) কার্ড ভোগী ২১৬ জন, প্রতিবন্ধি ভাতা ভোগী ৪৩ জন,
মাতৃত্ব ভাতা ভোগী ২০ জন, মুক্তিযোদ্ধা ভাতা ভোগী ১২ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS