Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আনসার ও ভিডিপির দ্বায়িত্ব

গ্রামভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা, জাতীয় দূর্যোগ কার্যক্রমে অংশগ্রহণ, নির্বাচন, দূর্গাপুজা কিংবা সরকারের উন্নয়নমূলক যেকোন কার্যক্রমে প্রয়োজনীয় সংখ্যক আনসারমোতায়েন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক জেলাসদর/আনসার-ভিডিপি একাডেমিতে প্রেরণ, গ্রাম/ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙখলা রক্ষায় সহযোগিতা প্রদান, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতা প্রদান, জেলা কমান্ড্যান্টএর মাধ্যমেকে পিআইসমূহে আনসার অঙ্গীভূতকরণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্ত কার্য সম্পন্ন করা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে প্লাটুনভূক্ত আনসার সদস্য/সদস্যাদের মাঝে ঋণস হায়তা প্রদান, প্লাটুনভূক্ত আনসার সদস্য/সদস্যাযাদের ৪২দিনের আনসার মৌলিক প্রশিক্ষণ রয়েছে তারা ননগেজেটেড সরকারি চাকুরির ক্ষেত্রে ১০% কোটা সুবিধাপ্রাপ্ত হন।