ইউনিয়ন পর্যায়ে এর কোন অফিস নাই । উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মাধ্যমে এর কার্যক্রমগুলো পরিচালিত হয়। এ অফিস পল্লী এলাকায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো নির্মান ও কারিগরী সহায়তা প্রদান করে থাকে। এই অফিসের উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলো, নিরাপদ পানির উৎস স্থাপন, পানির গুনগত মান পরীক্ষা, স্যানিটেশন সামগ্রী উৎপাদন, বিক্রয় ও বিনামূল্যে বিতরণ, নলকুপ মেরামত করন, নলকুপের খুচরা যন্ত্রাংশ বিক্রয়, উদ্ধুদ্ধকরণ, ডিজিটাল পদ্ধতিতে পানির উৎস সনাক্তকরনের জন্য স্বতন্ত্র জিও কোড প্রদান ইত্যাদি।
গ্রামীন পানি সরবরাহ প্রকল্প:
নলকূপ প্রদানের জন্য প্রদানের জন্য একটি কমিটি থাকে। উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এই কমিটির অন্তর্ভুক্ত আর উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) হল এর সদস্য সচিব। নলকূপ সংখ্যা উল্লেখ করে জনগনের নিকট দরখাস্ত আহবান করা হয়। কমিটির মাধ্যমে তা নির্বাচন করে তা বিতরণ করা হয়।
সমগ্র নলকূপ সংখ্যার উপর প্রদানের জন্য মন্ত্রীর ৫০% ও অন্যান্যদের ৫০% বরাদ্ধ থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস